১. গুণ্য ২.৫ এবং গুণক ০.১ হলে গুণফল কত?
উত্তর : ০.২৫
২. গুণফল কখন গুণ্য অপেক্ষা বড় হয়?
উত্তর : যখন গুণক ১-এর চেয়ে বড়
৩. কোন সংখ্যাকে ‘০’ দ্বারা গুণ করলে গুণফল কী হবে?
উত্তর : শূন্য (০)
৪. সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য ৯৯৯ সমান কত লিখতে হবে?
উত্তর : (১০০-১)
৫. গুণ্য ১২০ এবং গুণফল ১২০০ হলে গুণক কত?
উত্তর : ১০
৬. একটি গ্রামে ৯৯টি পরিবার বাস করে। প্রত্যেকটি পরিবার ৩৬০ টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা হবে?
উত্তর : ৩৫৬৪০ টাকা
৭. ১০০১x২৯০-কে সহজ পদ্ধতিতে গুণ করার ক্ষেত্রে কীভাবে সাজাতে হবে?
উত্তর : (১০০১-১) x ২৯০
৮. গুণ্য ৭ এবং গুণফল ২১ হলে গুণক কত?
উত্তর : ৩
৯. একটি হোস্টেলে প্রতিদিন ২ কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে?
উত্তর : ১৫ কুইন্টাল
১০. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি লিখ।
উত্তর : ৯৯৯৯
১১. ভাজক, ভাগফল, ভাগশেষ ও ভাজ্যের মধ্যে সম্পর্কটি লিখ।
উত্তর : ভাজক x ভাগফল+ভাগশেষ = ভাজ্য
১২. ভাজক ও ভাগশেষের সম্পর্ক কী?
উত্তর : ভাগশেষ < ভাজক
১৩. দুটি সংখ্যার গুণফল ১৮, একটি সংখ্যা ৩ হলে, অপরটি কত?
উত্তর : ৬
১৪. ৯৯৯ ÷ ১০ = কত?
উত্তর : ৯৯.৯
১৫. ৮টি ডিমের দাম ৭২ টাকা হলে ১টি ডিমের দাম কত?
উত্তর : ৯ টাকা
১৬. দুটি সংখ্যার গুণফল ১১৭৭, একটি সংখ্যা ১১ হলে অপরটি কত?
উত্তর : ১০৭
১৭. ১টি বই তৈরি করতে ১২৫ তা কাগজ লাগে। ৬০০০০ তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে।
উত্তর : ৪৮০টি
১৮. ৩৮ হালি আমের দাম ১২১৬ টাকা। ১টির দাম কত?
উত্তর : ৮ টাকা
১৯. লিপুর কাছে ৩৫ টাকা আছে। সে প্রতিদিন টিফিনে ৫ টাকা খরচ করলে কততম দিনে তার টাকা শেষ হবে?
উত্তর : ৭ম দিনে
২০. একটি ঝুড়িতে ৫৪০টি লিচু আছে। ৫৪০০টি লিচুর জন্য কয়টি ঝুড়ি লাগবে?
উত্তর : ১০টি
২১. ভাগশেষ নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : ভাগশেষ = ভাজ্য (ভাজক x ভাগফল)
২২. ৮ সংখ্যাটিকে ২০০ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
উত্তর : ০.০৪