Monday, November 8, 2021

৫ম শ্রেণী - গণিত সমাধান - অনুশীলনী ৪ (গাণিতিক প্রতীক)

 প্রশ্ন-১. নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ কর এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য সনাক্ত কর:


(১) 9 কে 7 দ্বারা গুন করলে 80 হয়


(২) 42 থেকে x বিয়োগ করলে 35 হয়


(৩) 140 কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়


সমাধান:


(১) 9 \times 7 = 80 \to এটি একটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা।


(২) 42 - x = 35 \to এটি একটি খোলা বাক্য।


(৩) 120 \div 40 = 3 \to এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সঠিক।


 


প্রশ্ন-২. নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের কর যেন বাক্যগুলো সত্য হয়:


(১) একটি ত্রিভুজের x বাহু আছে।


(২) x টাকায় জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেয়া হলো।


সমাধান:


(১) আমরা জানি, ত্রিভুজের ৩টি বাহু আছে।


সুতরাং খোলা বাক্যটি হবে,


x \times 1 = 3


\therefore x = 3


সুতরাং x এর মান 3 হলে বাক্যটি সত্য হয়।


উত্তর: 3


 


(২) খোলা বাক্যটি হবে, x + 23 = 50


এখন, x = 50 - 23


\therefore x = 27


সুতরাং x এর মান 27 হলে বাক্যটি সত্য হয়।


উত্তর: 27


প্রশ্ন-৩. বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য x সেমি:


(১) বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত?


(২) এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত ?


সমাধান:


(১) বর্গাকৃতি কাগজের একটি বাহুর দৈর্ঘ্য x সে.মি.


\therefore বর্গাকৃতি কাগজের পরিসীমা


= \left( {x + x + x + x} \right) সে.মি.


= 4x সে.মি.


(২) একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল = x \times x বর্গ সে.মি.


অতএব, 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল


= 3 \times x \times x বর্গ সে.মি.


 


প্রশ্ন-৪. গাণিতিক বাক্য সত্য করার জন্য x এর মান নির্ণয় করো:


(১) x + 9 = 15


(২) x - 12 = 25


(৩) 2 \times x = 22


(৪) x \div 8 = 7


(৫) 7 \times \left( {8 + x} \right) = 63


(৬) \left( {x - 4} \right) \div 6 = 6


সমাধান:


(১) x + 9 = 15


\Rightarrow x = 15 - 9


\therefore x = 6


সুতরাং, x এর মান 6


উত্তর: 6


(২) x - 12 = 25


\Rightarrow x = 25 + 12


\therefore x = 37


সুতরাং, x এর মান 37


উত্তর: 37


(৩) 2 \times x = 22


\Rightarrow x = 22 \div 2


\therefore x = 11


সুতরাং, x এর মান 11


উত্তর: 11


(৪) x \div 8 = 7


\Rightarrow x = 7 \times 8


\therefore x = 56


সুতরাং, x এর মান 56


উত্তর: 56


(৫) 7 \times \left( {8 + x} \right) = 63


\Rightarrow 8 + x = 63 \div 7


\Rightarrow 8 + x = 9


\Rightarrow x = 9 - 8


\therefore x = 1


সুতরাং, x এর মান 1


উত্তর: 1


(৬) \left( {x - 4} \right) \div 6 = 6


\Rightarrow x - 4 = 6 \times 6


\Rightarrow x - 4 = 36


\Rightarrow x = 36 + 4


\therefore x = 40


সুতরাং, x এর মান 40


উত্তর: 40


প্রশ্ন-৫. x প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে y টাকা। 1 প্যাকেট বিস্কুট এর মূল্য 18 টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা :


(১) x এবং y এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখ


(২) y এর মান নির্ণয় কর যখন x =10


(৩) x এর মান নির্ণয় কর যখন y =120


সমাধান:


(১) 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা


\therefore x প্যাকেট বিস্কুটের মূল্য 18 \times x টাকা


1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা


সুতরাং x এবং y এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখলে হয়-


18 \times x + 12 = y


উত্তর: 18 \times x + 12 = y


(২) যখন x =10, তখন-


18 \times x + 12 = y


\Rightarrow 18 \times 10 + 12 = y


\Rightarrow 180 + 12 = y


\Rightarrow 192 = y


\therefore y = 192


সুতরাং y এর মান 192


উত্তর: 192


(৩) যখন y =120, তখন-


18 \times x + 12 = y


\Rightarrow 18 \times x + 12 = 120


\Rightarrow 18 \times x = 120 - 12


\Rightarrow 18 \times x = 108


\Rightarrow x = 108 \div 18


\therefore x = 6


সুতরাং x এর মান 6


উত্তর: 6